শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এই সাইটটির হোমপেজে গেলে দেখা মিলছে এই ডুডলের। যেখানে সবুজ ব্যাকগ্রাউন্ড আর লাল বর্ডারের মাঝে গুগল এবং তার ওপর নৌকার ছবি দেখা যায়। ছবিটিতে ক্লিক করলে পাওয়া যায় বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত নানা তথ্য।

সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই সার্চ ইঞ্জিন গুগল এই ডুডলটি চালু করেছে। ২৬ মার্চ সারাদিন এটি থাকবে। ডুডলে থাকা তিনটি নৌকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ বাংলার প্রকৃতি।

উল্লেখ্য, বিভিন্ন দেশের জাতীয় দিবস, বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃত্যু ও বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে উৎযাপন করতে গুগল ডুডল প্রদর্শন করে। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এরপর ডুডল করা হয় ২০১৬ সালেও।

এছাড়া বাংলা নববর্ষ, খেলাধুলা, বিখ্যাত ব্যক্তি কিংবা বিশেষ দিন নিয়েও এমন উদ্যোগ নেয় গুগল কর্তৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ