আওয়ার ইসলাম: নরসিংদীর রায়পুরায় জামিয়া ইসলামিয়া মাহমুদাবাদ মাদরাসার খতমে বুখারি আজ রোববার (১৭ মার্চ) আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান জানিয়েছেন, এবারের দাওরায়ে হাদিসের শিক্ষাবর্ষে ১৫ জন শিক্ষার্থী আছে। আজ তাদের শিক্ষাবর্ষের শেষ দিন। এ উপলক্ষে তাদের মাথায় সম্মানের পাগড়ি প্রদান এবং এ সিলেবাসের সর্বোচ্চ কিতাব বুখারি শরিফের শেষ হাদিসের পাঠদান করা হবে।
খতমে বুখারি উপলক্ষে শেষ হাদিসের পাঠদান করবেন ঢাকা উত্তরার বায়তুল আমান জামে মসজিদের খতিব, দাঈ মাওলানা আহমদ আলী (বনশ্রীর হুজুর)।
জানা যায়, মাওলানা আহমদ আলী বুখারি পাঠদান, সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষ বয়ান ও মোনাজাত পরিচালনা করবেন।
মাহমুদাবাদ মাদরাসার খতমে বুখারি উপলক্ষে আশপাশের আলেম-উলামা ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিনত হবে। সবাইকে আন্তরিক ভাবে খতমে বুখারির অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম।
আরএম/