শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

দেশে দেশে ক্রুসেডের পদধ্বনি শোনা যাচ্ছে: ড. আ ফ ম খালিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনী এম, ই, এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কুফরি শক্তির চুড়ান্ত আঘাতই মুসলমানদের ঐক্যের শক্তিকে জোরদার ও সংহত করবে।

গতকাল ১৬ মার্চ (শনিবার) চট্টগ্রামের আনোয়ারা থানার দক্ষিণ পরুয়াপাড়া মুসলিম ইউনিট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত শানে রেসালত সম্মেলন তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ বলেন, সন্ত্রাসীরা ভুলে গেছে হত্যাকাণ্ড চালিয়ে ইসলাম ও মুসলমানদের অগ্রগতি রোধ করা যায় না। যে মাটি শহিদের রক্তে সিক্ত হয় সেখানে ইসলামের ফুল ফোটে, এমন নজির আমরা অনেক দেখেছি। ইতিহাসের অনেক ঘটনাও তার সাক্ষী।

তিনি বলেন, নামাজরত অবস্থায় মুসলমানের ওপর হামলা করে যাদের শহিদ করা হয়েছে তারা আমাদের ভাই, আমরাও এর বদলা নিবো, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।

তিনি আরো বলেন, বিশ্ববাসীর কাছে আবারো প্রকাশ হলো মুসলমানরা জঙ্গিবাদী নয়, বরং খ্রিস্টানরাই জঙ্গি ও জঙ্গিবাদের দোসর। ভয়াবহ তাণ্ডবে মুসলমানদের রক্তে নিউজিল্যান্ডের মাটি রঞ্জিত। আমরা আশা করছি এই মাটিতে ইসলামের পতাকা উড়বে; ইনশাআল্লাহ।

পরিশেষে তিনি বলেন, অস্ট্রেলিয়ার ট্যারান্ট ও নরওয়ের ব্রেইভিকের মতো খ্রিস্টান জঙ্গিদের টুঁটি চেপে ধরতে না পারলে, আরো ভয়াবহ রক্তপাত হতে পারে।

এতে সভাপতিত্ব করে বোয়ালিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা কারী আবু তাহের ও মাওলানা মুহাম্মদ সোহাইল সালেহ।

মাওলানা হাফেজ শোয়াইবের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাওলানা কাউছার আহমদ হাচানী বি বাড়ীয়া, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী ঢাকা, মাওলানা নুরুন্নবী ও মাওলানা ফয়সার প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ