আওয়ার ইসলাম: প্রকাশ হলো দারুল উলুম দেওবন্দ, দেওবন্দিয়্যাত ও আমাদের মানহাজ নিয়ে লেখা বই ‘দেওবন্দিয়্যাত ও আমরা’।
বইটি প্রকাশ করেছে মাকতাবাতুস সুন্নাহ। আত্মসমালোচনায় লেখা ‘দেওবন্দিয়্যাত ও আমরা’ বইটি মূলত দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও শায়খুল হাদিস, সাইদে মিল্লাত মুফতি সাইদ আহমদ পালনপুরীর ইফাদাতের আলোকে লেখা। লিখেছেন মুহাম্মাদ উবায়দুল্লাহ আসআদ কাসেমি।
বইটিতে আমাদের মাঝে অনুপ্রবেশ করা অদেওবন্দিয়্যাত চেতনার সমালোচনা করে মূল চেতনার আলোচনা করা হয়েছে। টানা হয়েছে অসংখ্য উদ্ধৃতি। যাতে রশিদি ও কাসেমি সেই নিভু নিভু চেতনা ফের জ্বলে উঠে।
২১৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৩২০টাকা। উন্নতমানের কভার ও কাগজে বইটি প্রকাশ করেছে মাকতাবাতুস সুন্নাহ বাংলাবাজার।
আরআর