শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মাওলানা মামুনুল হকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

রাজধানীর জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক বলেছেন, কাদিয়ানির মতো গোমরাহী মতবাদকে অবিলম্ব অমুসলিম ঘোষণা করতে হবে।

তিনি বলেন কুরআনই একমাত্র গ্রন্থ, যে গ্রন্থে মুসলিম উম্মাহর মুক্তির পথ অন্বেষণ করা যাবে। বিশ্বমানবতার মুক্তিদূত মুহাম্মদ সা. এর আদর্শ লালন করে নিজের জীবন গড়ে তুলতে হবে। আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সা. কে সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী হিসেবে নবুওয়াত দান করেছেন, তার নবুওয়াতের মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটিয়েছেন।

১ মার্চ (শুক্রবার) হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত দু’দিন ব্যাপী শানে রেসালত সম্মেলনের সমাপনি দিবসে বিশেষ অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন জামিয়া আহলিয়া দারুল উলুম ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।

মামুনুল হক বলেন, তথাকথিত কিছু মুসলমান দীনের জ্ঞাণশুন্যতায় বিভিন্ন ইসলাম বিদ্ধেষী মতবাদ গ্রহণ করে বসছেন। যার কারণ খতিয়ে দেখলে পরিষ্কার হবে সেসব ভন্ডরা কুরআন-হাদিসের সঠিক জ্ঞাণপূর্ণতা না হওয়ায় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ঈমান আমল নষ্ট বরার পায়তারা চালাচ্ছে।

এসয় তিনি কাদিয়ানি মতবাদ ও অনুসারীদের অমুসলিম ঘোষণার দাবি জানান।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাকরাইল তাবলিগী মারকাজের মাওলানা হাফেজ জুবাইর, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা হাসান জামিল ও মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ