ইসমাঈল আযহার: বইমেলার আগে লেখক, পাঠক, প্রকাশকদের মনের থাকে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘ প্রতিক্ষার পর আসে বইমেলা। আবার দেখতে দেখতে যেন চলে যায়। বইমেলা শেষ হয়ে যাওয়া প্রেমিকদের কাছে বেদনার। এবারের বইমেলায় ইসলামি ঘরানার অনেক লেখকই প্রকাশ করেছে নতুন বই। ছড়া, কবিতা, উপন্যাস, ইতিহাসসহ সাহিত্যের সবক্ষেত্রেই তাদের পদচারণা।
সবার পরিচিত মুখ হাবিবুর রহমান মেসবাহের এবার বইমেলায় ‘নিউ বার্সন অব লাভ’ বইটি বেরিয়েছে বাড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স থেকে। প্রকাশনীর এবারের বেস্ট সেলার এ বইটি। এবারের বইমেলায় লেখক, সাংবাদিক রোকন রাইয়ানের দুটি বই এসেছে। ভ্যারাইটিজ স্টোর, লাইফ সাপোর্ট। ভ্যারাইটিজ স্টোর বইটি বের করেছে সাহস পাবলিকেশন্স, লাইফ সাপোর্ট বইটি বের করেছে বুক শেলফ।
লেখক সাব্বির জাদিদের ‘ভাঙণের দিন’ বইটি এসেছে আলোচনায়। বইটি প্রকাশ করেছে্ ঐতিহ্য প্রকাশনী। নকীব মাহমুদের ‘মুস্তফা’। বইটি লেখা নবীজিকে নিয়ে। বাংলার প্রকাশন থেকে বের হয়েছে বইটি।
মাসউদুল কাদিরের ‘একটি রঙিন ভোর’ নামে একটি ছড়ার বই বেরিয়েছে। বইটি প্রকাশ করেছে সপ্তডিঙা প্রকাশনী। বইটি দেখা গেছে বইপ্রেমিকদের হাতে হাতে।শাহনুর শাহিনের ‘হামসাফার’ও বেশ সাড়া ফেলেছে এবাবের বইমেলায়। মুদ্রিত সব বই প্রায় শেষের পথে। বইটি প্রকাশ করেছে ‘কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স’।
লেখক, সাংবাদিক কাউসার মাহমুদের অনুবাদ গ্রন্থ ‘ঠান্ডা গোশত’। বইটি প্রশংসা কুড়িয়েছে বহু পাঠকের। পেন্ডুলাম পবিলিশার্স প্রকাশ করেছে বইটি। হোসাইন আহমদ বিপ্লবের বই ‘সময়ে মূল্য’। বইটি বের করেছে নব প্রকাশ।
আইএ/