শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের

বইমেলায় পাঠ উম্মোচন হলো হাসান আল মাহমুদ সম্পাদিত প্রয়াস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৮ ফেব্রুয়ারি ভর সন্ধা। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চত্বর লেকপাড়ে পাঠ উম্মোচন হলো হাসান আল মাহমুদ সম্পাদিত সাহিত্য, সংস্কৃতি ও প্রগতির লিটলম্যাগ প্রয়াস

গদ্যশিল্পী ওমর আলী আশরাফের সঞ্চালনায় পাঠ উম্মোচন অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, লেখক ওমর শাহ, ইসলামি বার্তার নির্বাহী সম্পাদক এমদাদুল হক তাসনিম, রকমারি ডটকমের ইহসানুল হক, কবি সালমান হাবিব, প্রতিভা সম্পাদক উবায়দুল হক খান, আঁকশি সম্পাদক আব্দুল হান্নান হক, পদ্যপাতা সম্পাদক নুরুল ইসলাম হেলাল, লেখক শাহরিয়ার হাসানসহ সময়ের তরুণ লেখকবৃন্দ।

সোহরাওয়ার্দী উদ্যানের পাঠম্মোচন পর্বের আগে অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমির লিটল ম্যাগাজিন চত্বরেও প্রয়াসের পাঠ উম্মোচন করা হয়।

এতে অংশ নেন তুষারধারা পত্রিকার সম্পাদক আমিনুল ইসলাম মামুন, এবং মানুষ লিটল ম্যাগাজিনের সম্পাদক আনোয়ার কামালসহ সময়ের প্রতিনিধিত্বশীল লেখক, কবি ও লিটল ম্যাগাজিন সম্পাদকবৃন্দ।

পাঠ উম্মোচনে বক্তাগণ প্রয়াস পত্রিকার ভূয়সী প্রশংসা করে সর্বমহলের পাঠকের হৃদয় ছুঁতে শুভকামনা ব্যক্ত করেন।

পাঠ উম্মোচন পরবর্তী প্রয়াস উদযাপনে অংশ নেন কবি, ছড়াকার রহীম শাহ, কথাসাহিত্যিক, জনপ্রিয় তরুণ  ঔপন্যাসিক সাদাত  হোসাইন, সাংবাদিক আবিদ আজম ও কবি আদীত্য অনীক প্রমুখ।

উল্লেখ্য, এবি সিদ্দিকের করা মনোরম প্রচ্ছদে মোড়া চতুর্থ বর্ষে উপনীত প্রয়াস'র এই পঞ্চম সংখ্যায় লিখেছেন সময়ের প্রতিনিধিত্বকারী লেখক, কবি ও কথাসাহিত্যিকগণ। পত্রিকাটির সৌজন্যমূল্য রাখা হয়েছে ৩০ টাকা। পত্রিকাটি আজ থেকে বইমেলার লিটল ম্যাগাজিন চত্বর এবং মানুষ স্টলে এবং বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের বঙ্গজ, বইঘর প্রকাশনির স্টলেও পাওয়া যাবে।

এছাড়া ঢাকার বিভিন্ন পত্রিকা স্টলে পত্রিকাটি পাওয়া যাবে দু-একদিনের মধ্যে। ঘরে বসে কুরিয়ারে পত্রিকাটি ০১৯১৭৭৯৯৬৪৫ নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ