আওয়ার ইসলাম: এবারের একুশে বইমেলা প্রথমদিকে ভালোভাবে হলেও বৃষ্টির কারণে শেষটা ভালো হয়নি। গতকাল বুধবার বৃষ্টির করেণে মেলার প্রঙ্গণে অনেক জায়গায় পানি জমে গেছে, বিদুৎতের সংযোগ বিছিন্ন হয়েছে কোনো কোনো স্টলে।
আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন হওয়ায় যান চলাচল সীমিত করা হয়েছে। এসব কারণে বইমেলার সময় বাড়ানোরও দাবি জানিয়েছেন প্রকাশকেরা। তবে বৈরি আবহাওয়ার কারণে কোন কোন বিক্রয় প্রতিনিধি সময় বাড়ানোকে ক্ষতির কারণ মনে করছেন।
ঐতিহ্য প্রকাশনীর মালিক আরিফুর রহমান নাঈম বলেন, মেলার সময়সীমা বাড়ানোর দাবি যৌক্তিক। ব্যস্ত এই শহরের বাসিন্দারা বইমেলায় আসেন শুক্রবার ও শনিবার। চার শুক্রবারের মধ্যে প্রথমটা গেলো উদ্বোধনে আর শেষ বৃহস্পতিবার যাবে উত্তরের নির্বাচনে। সেই সঙ্গে বুধবারের বৃষ্টিতে মেলা বন্ধ। সব মিলিয়ে মেলার সময় বাড়ানো শুধু যৌক্তিক নয়, মানবিকও।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, মেলার সময় বাড়ানোর সঙ্গে অনেক বিষয় জড়িত। যেমন- অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রাখা, বিদ্যুৎ-পানি-জনবলের ব্যবস্থা ইত্যাদি। সুতরাং চাইলেও মেলার সময় বাড়ানো সম্ভব নয়। প্রকৃতির উপর কারো হাত নেই। তবে ক্রেতাদের দিকটি লক্ষ্য করে মেলা ৯টার বদলে ১০টায় বন্ধ করা যেতে পারে। কিন্তু সেটিও পরিস্থিতি অনুকূলে থাকলে।
-এএ