শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

তারুণ্যের গল্পমালা'র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একুশে বইমেলায় মোড়ক উন্মোচন হলো যৌথ গল্পগ্রন্থ 'তারুণ্যের গল্পমালা'র। সোহরাওয়ার্দী উদ্যানের মসজিদের উত্তর পাশে মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন তরুণ গল্পকার ও নবীন লিখিয়েরা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাসিক আরমোগানের নির্বাহী সম্পাদক মাওলানা ওমর শাহ। স্বাগত বক্তব্য রাখেন, তারুণ্যের গল্পমালার সম্পাদক এমদাদুল হক তাসনিম ও উবায়দুল হক খান।

অভিব্যক্তি প্রকাশ করেন, রূপান্তর সম্পাদক আহমাদ হাবীব, গল্পমালার গল্পকার বুরহানুদ্দিন জারিফ, মিনহাজ উদ্দীন আত্তার, আল আমিন আনসারি। পাঠকদের মধ্য থেকে কথা বলেন, মুহাম্মদ আবু সালেহ।

তারুণ্যের গল্পমালা'র সম্পাদক এমদাদুল হক তাসনিম ও উবায়দুল হক খান বলেন, এটা আমাদের যৌথ গ্রন্থ, যৌথ কাজ। এটা আমাদের দ্বিতীয় প্রকাশনা। ইতোপূর্বে আমাদের যৌথ ছড়াগ্রন্থ 'তারুণ্যের ছন্দমালা' প্রকাশ হয়েছে। এবার যৌথ গল্পগ্রন্থ তারুণ্যর গল্পমালা প্রকাশ হলো। পাঠক এতে ৫০জন গল্পকারের বিভিন্ন স্বাদের গল্প পাবেন। তরুণদেরকে নিয়ে আমরা পর্যায়ক্রমে আরো কাজ করার আশা রাখি। আশা করি, সাথেই পাবো।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ওমর শাহ বলেন, চমৎকার একটি গ্রন্থ উপহার দিলেন তারুণ্যের গল্পমালা'র সম্পাদকদ্বয়। এ যৌথ গ্রন্থ একদিন প্রতিটি তরুণ গল্পকারকে একক গল্পের বই প্রকাশে শক্তি ও প্রেরণা দিবে। এমদাদুল হক তাসনিম ও উবায়দুল হক খান ভাইয়ের এ কাজ ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ!

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তামীম হুসাইন শাওন, নকীব বীন মুজীব, নাসিম মুমতাজী, উমায়ের সাদাত, আবদুর রহমান, নুর মুহাম্মদ, এনায়েতুল্লাহ ফাহাদ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ