রোকন হারুন: আমাদের সমাজে অনেকে শখ করে কুকুর-বিড়াল লালন-পালন করেন। একটা প্রাণী বাড়িতে থাকবে, ঘুরঘুর করবে, দেখতে সুন্দর লাগবে। তাতে বাড়ির সৌন্দর্য বর্ধিত হবে, মূলত এজন্য আমরা অনেকে কুকুর-বিড়াল লালন-পালন করি কোন প্রকার প্রয়োজন ছাড়া।
অথচ শুধু শৌখিনতার জন্য, সুন্দর বর্ধিত করার জন্য কোন কারণ ছাড়া কুকুর লালন-পালন করার অনুমতি ইসলামে নেই। তবে হ্যাঁ প্রয়োজনে লালন-পালন করার অনুমতি আছে।
যেমন: ঘরবাড়ি পাহারা দেয়ার জন্য কুকুর পালা, কিংবা গবাদিপশু পাহারা দেয়ার জন্য কুকুর পালা। এসকল প্রয়োজনীয় কারণ ছাড়া কেবল শখ করে শৌখিনতাবসত কুকুর লালন-পালন করা যাবে না। ইসলামে বিনা প্রয়োজনে কুকুর পালার অনুমতি নেই।
সূত্র: বুখারি শরিফ-২৩২২
তবে হ্যাঁ শখ করে বিড়াল পালার অনুমতি আছে।
সূত্র: বুখারি শরিফ-২৩২২, তিরিমিযি শরিফ-২/২২৩, ফাতাওয়া হিন্দিয়া-৫/৪১৬, মুহিতে বুরহনি- ৮/৯৪।
-আরএইচ