মুফতি তাজুল ইসলাম জালালী
প্রশ্ন: অজু থাকা অবস্থায় কেউ যাদি বিড়ি-সিগারেট, হুক্কা বা এ জাতীয় ধূমপান করে থাকে তাহলে কি তার অজু ভেঙ্গে যাবে?
উত্তর: আমাদের যেনে রাখা দরকার-অজু ভঙ্গের কারন ৭টি- ১। মল-মূত্রের রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া (ময়লা, পানি,রক্ত, বাতাস, বা অন্যকিছু) ।
২। মুখের লালার সঙ্গে রক্ত আসা (লালার সামান বা বেশী, কম হলে অজু ভাঙ্গে না)।
৩। হেলান দিয়ে গভীর ঘুম।
৪। পাগল হওয়া।
৫। মাতাল হওয়া।
৬। জ্ঞান হারিয়ে ফেলা।
৭। নামাজে উচ্চ স্বরে হাঁসা ( জানাজার নামাজে নয় )।
মূল কথা হলো শরীর থেকে কোন নাপাক বেরহওয়া বা বের হওয়ার পরিস্থিতি তৈরি হওয়া। ধুম পান দ্বারা শরির থেকে নাপাক বেরও না, আর বের হওয়ার পরিস্থিতিও তৈরি হয় না। ধুমপানে অপরাধ আছে কিন্তু অজু ভাঙ্গে না।
সূত্র: ফতোয়ায়ে আলমগিরি-১/১২, ফতোয়ায়ে হক্কানি-২/৫১৩
-এটি