আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, গতকাল জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর অসত্য ভাষণ দুর্ভাগ্যজনক।
এহেন জঘন্য নির্বাচনকে প্রধানমন্ত্রী সফল বলায় দেশবাসী চরমভাবে হতাশ হয়েছে। পীর সাহেব চরমোনাই বলেন, আমরা দেশের মুরব্বী মনে করে প্রেসিডেন্টের কাছে নতুন নির্বাচন চেয়ে স্মারকলিপি দিয়েছিলাম। অথচ প্রেসিডেন্টও বিতর্কিত সংসদে উদ্বোধনী ভাষণ দিয়ে আমাদেরকে হতাশ করেছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে সংসদ গঠিতই হয়েছে দুর্নীতির মাধ্যমে সে সংসদের কাছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার শ্লোগান হাস্যকর। এ বাস্তবতাকে মেনে নিয়ে বিতর্কিত এ সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের দাবিও জানান তিনি।
এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজিলেস আমেলার এক জরুরী সভা মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম।
দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, অর্থ সম্পাদক হারুন অর রশীদ, এ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, বরকত উল্লাহ লতিফ প্রমুখ। সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীলকরণ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
-এটি