আওয়ার ইসলাম: বর্ষীয়ান আলেম হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুরগরীকে দেখতে ঢাকার বারডেম হাসপাতালে ছুটে এলেন মাওলানা আনাস মাদানী।
আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা পর রাজধানীর বারডেম হাসপাতালে তিনি আল্লামা জুনায়েদ বাবুরগরীর কেবিনে যান; তার স্বাস্থ্যের খোঁজখবর নেন, দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
মাওলানা আনাস মাদানী চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক এবং হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম শাহ আহমদ শফির সাহেবজাদা।
প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, আল্লামা বাবুনগরীর উন্নত চিকিৎসার পরামর্শ, অসুস্থ বাবুনগরীর পাশে থাকার আশ্বাস দেন মাওলানা আনাস মাদানী। আল্লামা আহমদ শফীও বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং আল্লামা তাকে সালাম পাঠিয়েছেন।
এসময় আরও ছিলেন– ফেনীর মাওলানা আবুল কাসেম, মাওলানা সালমান আহমদ, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা মাসউদ আহম প্রমুখ।
দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। সম্প্রতি তার শরীরের অবস্থা বেশি খারাপ হলে রাজধানীর খিলগাঁয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার দুপুরে খিদমাহ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে আনা হয়। এখানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
কেপি