আওয়ার ইসলাম: টানা তৃতীয়বারের মত একাদশ জাতীয় সংসদের স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ বুধবার (৩০ জানুয়ারি) একাদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে পুনর্নির্বাচিত হন ড. শিরীন শারমিন।
আজ বিকেল ৩টায় পবিত্র কুরআন থেকে লিলাওয়াত পাঠের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তার প্রস্তাবে সমর্থন দেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। আর কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ফজলে রাব্বি মিয়া স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম উপস্থাপন করেন। তখন সংসদ সদস্যদের কণ্ঠভোটে শিরীন শারমিন তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।
-এটি