আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয় লাভ করে আওয়ামী লীগ আজ একাদশ সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত করেছে। একাদশ সংসদের যাওয়া না যাওয়া নিয়ে কোনো বক্তব্য না রাখলেও জাতীয় ঐক্যফ্রন্ট ‘শতভাগ’ ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন ড. কামাল হোসেন।
আজ বুধবার বিকালে গণফোরামের পঞ্চম কাউন্সিলের প্রস্তুতি সভায় বক্তব্যে ফ্রন্টের শীর্ষ নেতা এই দাবি করেন। চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিনই সংগঠনের এই সভায় যোগ দিলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, আমাদের জাতীয় ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে। আমাদের ফ্রন্ট হলো হলো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য আছে। আমি তা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। রাস্তায় আমরা হাঁটি। দেখুন জিজ্ঞাসা করুন- এই দেশের মালিক জনগণ কিনা। কেউ একজন কী বলবে না।
কাউন্সিলের প্রসঙ্গ নিয়ে ড. কামাল বলেন, আমাদের ঐক্যের লক্ষ্য হলো সবাইকে নিয়ে আমরা শক্তি সঞ্চয় করব, সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেব সেই জাতীয় ঐক্যকে।
জাতীয় ঐকমত্য যেগুলো আছে তাকে নিয়ে ঐক্য গড়ে তোলা হবে। জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়ন ইউনিয়নে গিয়ে দলকে সংগঠিত করা হবে, জনগণকে সংগঠিত করা হবে।
একাদশ সংসদ অধিবেশনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এই সংসদের ব্যাপারে সব কিছু জেনে বিচার-বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা বক্তব্য রাখব।
অনুষ্ঠানে মফিজুল ইসলাম খান কামাল, এসএম আলতাফ হোসেন, জগলুল হায়দার আফ্রিক, আইয়ুব খান ফারুক, মোশতাক হোসেন, রফিকুল ইসলাম পথিক, কাজী হাবিব প্রমুখ ছিলেন।
-এটি