আওয়ার ইসলাম: সৌদি আরবে গত রবি ও সোমবারের ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। এতে দেশটির জেদ্দা নগরের অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্যায় আল-হারাজাত, আল-সাওয়ায়েদ ও কুয়েজাহ শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আরব নিউজ ও দ্য সিয়াসাত ডেইলির খবর বলছে, বন্যার পাশাপাশি ধূলোঝড়ে বিপাকে পড়েছে সৌদির জনগণ। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সেজন্য বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
আল-সাওয়ায়েদ এলাকার বাসিন্দা বান্দার আল-সামরানি জানান, তার এলাকার পথঘাট ডুবে গেছে। পানি ঢুকে গাড়ি বিকল হয়ে পড়ায় সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের বাড়ি থেকে বের হতে পারছে না।
দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাবুক ও আল-জউফ থেকে ৬৫ জন এবং দুবার পশ্চিমাঞ্চল থেকে ৩৭ জন বন্যাকবলিত মানুষকে উদ্ধার করেছে। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ায় আতঙ্কিত না হয়ে জনগণকে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছে তারা।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মেদ আল-হাম্মাদি আরব নিউজকে বলেন, রিয়াদ, মক্কা, নর্দার্ন বর্ডার রিজিওন, হাইল, তাবুক, কাসিম, মদিনা, ইস্টার্ন প্রভিন্স, আসির, জাজান এবং আল-জউফের মানুষ অস্থিতিশীল আবহাওয়া মোকাবেলা করছে।
দেশটির ‘জেনারেল অথরিটি ফর মেটিওরোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রটেকশন’ জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকবে। শীতল তাপমাত্রা এবং তীব্র ঝড়সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে।
কেপি