আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রাজধানীর খিলগাঁয়ের খিদমাহ হাসপাতাল থেকে শাহবাগের বারডেম হাসপাতালে আনা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপর ১২টা ৩০ মিনিটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে বাবুনগরীকে বারডেমে আনা হয়। আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী এ তথ্য জানিয়েছেন।
ফারুকী জানান, বাম পায়ে ইনফেকশন (পচন) হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে হুজুরের আবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে আরো উন্নত চিকিৎসা দরকার যা খিদমায় সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসকদের পরামর্শে হুজুরকে বারডেমে আনা হয়েছে।
তিনি বলেন, ডাক্তাররা বোর্ড বসে আরো জানিয়েছেন যে, হুজুরের কিডনি, হার্ট, ডায়াবেটিস, পায়ের ইনফেকশনসহ সব রোগ এক সঙ্গে মারাত্মক জটিল আকার ধারণ করেছে। চিকিৎসায় ব্যালেন্স আনা বা উন্নত চিকিৎসা এই দেশে কোনো হাসপাতালে সম্ভব না।
উন্নত চিকিৎসার জন্য বাবুনগরীকে দ্রুত বিদেশ নিয়ে যেতে হবে। না হলে দিন দিন তার শারীরিক অবনতি ঘটার সম্ভবনাই বেশি।
-আরএইচ