আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদ কমপ্লেক্সে সারা দেশের তাবলিগের সাথিদের জোড় অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ২৮ জানুয়ারি) সকালে এ জোড় অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে বিশ্ব ইজতেমার প্রত্যেক খিত্তার ৩জন জিম্মদার সাথীকে এ জোড়ের আহ্বান করা হয় বলে জানা গেছে।
জোড়ে উপস্থিত ছিলেন, তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমদ, মাওলানা রবিউল হক, মাওলানা মুহাম্মাদ হোসাইন,মাওলানা উমর ফারুক, মাওলানা ফারুকসহ, আরো অনেকেই উপস্থিত ছিলেন।
খিত্তা সাথীদের এ জোড়ে সরকারের সঙ্গে গত দু’টি বৈঠকের সিদ্ধান্তগুলো আলোচনা করা হয়েছে বলে জানা যায়। সিদ্ধান্তগুলো হচ্ছে- ১. ইজতেমা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত। ২. মাওলানা সাদ কান্ধলভি এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিবেন না। ৩. ইজতেমা পরিচালনা করবেন মাওলানা জোবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম যৌথভাবে। ৪. ইজতেমার ফয়সাল বাংলাদেশ থেকেই হবে এবং ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হবে।
এছাড়া বৈঠকে চলমান কিছু অপপ্রচার জবাব দেয়া হয়, বাংলাদেশ আহলে শুরার পক্ষে তাবলিগ মারকাজ ট্রাস্টের চেয়ারম্যান ও মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদের প্রিন্সিপাল ও ইমাম মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমদ বয়ানে বলেন, দীনের এ উঁচা কাজে এমন হালাত আসে। নবি সা. এর জমানাতেও এমন হালাত আসছিলো। এসব হালাত আবার আল্লাহ তায়ালাই পরিবর্তন করে দেন।
আমরা যারা তাবলিগের মেহনতে আছি, আমরা সারা জীবনও যদি তাবলিগের মেহনতে লেগে থাকি তারপরও আলেমদের সমপর্যায় হতে পারবো না। তাই আমাদের আলেমদের সম্মান করতে হবে।
বয়ানে তাবলিগের শুরা সদস্যগণ বিশ্ব ইজতেমা সফল করার আহ্বান। সকাল ১২টায় মাওলানা জোবায়ের আহমদের কান্না ভেজা দোয়ার মাধ্যমে জোড় শেষ হয়।
-এটি