আওয়ার ইসলাম: কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে এক বৈঠক অনুষ্টিত হয়েছে।এই বৈঠকে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের ব্যাপারে দু’পক্ষ একমত হয়েছে।
কাতারের রাজধানী দোহায় তালেবান নেতারা আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে-খলিলজাদ টানা চারদিন ধরে আলোচনা চালিয়েছেন।মূলত এ আলোচনা দুদিন চলার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকা তালেবানের সঙ্গে আলোচনা শুরু করার কথা জানিয়েছিল। তবে দুদিনে আলোচনা শেষ না হওয়ায় তা টেনে চারদিনে নেয়া হয়।
তালেবান ও আমেরিকার আলোচনায় তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে: এক, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার। দুই, অন্য দেশে হামলা চালানোর জন্য আফগানিস্তানের ভূমি ব্যবহার না করা ।এবং তিন নাম্বারে, যুদ্ধবিরতি।
আফগান হাই পিস কাউন্সিলের মুখপাত্র সাইয়্যেদ এহসান তাহেরি বলেছেন, ‘যখন আলোচনা লম্বা হয় তখন তার অর্থ দাঁড়ায় আলোচনা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং অংশগ্রহণকারীরা ইতিবাচক ফলাফলের কাছাকাছি অবস্থানে আছেন।
-আরএইচ