শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

জানাজার নামাজে তাকবির ছুটে গেলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম: আমরা অনেক সময় এ মাসয়ালাটি নিয়ে সমস্যায় পড়ি। জানাজার নামাজের তাকবির ছুটে গেলে কী করবো। সাধারণ নামাজ তো আদায় করে নেয়া যায়। কিন্তু জানাজার নামাজে তাকবির ছুটে গেলে কী করবো?

কোনো মুসল্লির জানাজার নামাজের তাকবির ছুটে গেলে করণীয় হল, ইমাম সালাম ফেরানোর পর খাটিয়া উঠানোর আগে মাসবুক তার ছুটে যাওয়া তাকবিরগুলো বলে নামাজ শেষ করবে।

এক্ষেত্রে দুআ পড়া আবশ্যক নয়। অবশ্য যদি মৃতের খাটিয়া উঠানোর আগে আগে দুআও তাকবির উভয়টি পড়ার সময় পাওয়া যাবে বলে মনে হয় তাহলে পড়বে।

আর খাটিয়া উঠিয়ে ফেলার আশংকা থাকলে দুআ পড়বে না; বরং শুধু তাকবিরগুলো বলে নিবে।

সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫১; হাশিয়াতুশ শুরুমবুলালী আলাদ্দুরার ১/১৬৪, বাদায়েউস সানায়ে ২/৫৩; মাজমাউল আনহুর ১/২৭৩, ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৩।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ