শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘১৪ দলের শরিকরা বিরোধী দলে থাকলে সংসদ প্রাণবন্ত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ দলের সংসদ সদস্যরা জাতীয় পার্টির সঙ্গে বিরোধী দলের ভূমিকায় এলে জাতীয় সংসদ আরো প্রাণবন্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা সম্মিলিতভাবে দেশ ও মানুষের পক্ষে কথা বলব, সংসদকে কার্যকর করে তুলব। ইতোমধ্যেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বুদ্ধদেব বসু মাত্র একজনই বিরোধী দলের ভূমিকায় ছিলেন। স্বাধীনতার পরে ৭৩ সালের নির্বাচনেও স্বল্প সংখ্যক বিরোধী দলের সদস্যই সংসদকে প্রাণবন্ত রেখেছিলেন। আর বর্তমান সংসদে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য, তারা চাইলে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের অংশ হয়ে নির্বাচন করলেও বিএনপি সংসদে না আসার সিদ্ধান্ত নেয়ায় জাতীয় পার্টি মহাজোটে থাকার সিদ্ধান্ত নেয়। গত সংসদে দলটি বিরোধী দলেই ছিল। তবে একে সবাই ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে জানতো।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ