শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এরশাদকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল শুক্রবার (১১জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ জানুয়ারি তার ‘বিশেষ দূত’ হিসেবে এরশাদের নিয়োগের অবসান ঘটিয়েছেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের পর এরশাদের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪সালের ১২ জানুয়ারি হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

গত ৭ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আগের মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। সেই সঙ্গে বাদ পড়েন তার উপদেষ্টারা।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থেকে নির্বাচন করে জাতীয় পার্টি। পরে দলটি প্রধান বিরোধী দলের ভূমিকায় যাওয়ার ঘোষণা দেয়।

একাদশ সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন এরশাদ। বৃহস্পতিবার কার্যপ্রণালী বিধি অনুযায়ী এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ