শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লাহর ঘরের মেহমানদের কষ্ট দেখতে চাই না: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ এজেন্সিগুলোর অনিয়মের কারণে হাজিরা নানা ধরনের হয়রানির শিকার হয়। তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জে নিজ বাসভবনে স্থানীয় গণমাধ্যমকে এসব কথা বলেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রতিমন্ত্রী আরো বলেন, হজ পালনকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমার দায়িত্ব হবে আল্লাহর মেহমানদের সঠিকভাবে হজ পালনের সুযোগ করে দেওয়া।

তাদের চোখের পানি যেন কোনোভাবেই না পড়ে সেই কাজটি আমি চ্যালেঞ্জ নিয়ে করবো। আমি নিজে কোনো দুর্নীতি করবো না, অন্য কাউকেও দুর্নীতি করতে দেওয়া হবে না। শুধু মুসলমানদেরই নয় হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মালম্বীদেরও সমান সুযোগ দেওয়া হবে।

তখন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোহম্মদ রুহুল আমিন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ