আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করবো। সারাদেশে যেসব লাইসেন্স ছাড়াই যেসব যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে, তাদেরও নিয়ন্ত্রণের মধ্যে ফিরিয়ে আনা হবে। কাজটি ডিফিকাল্ট, তবু সড়কে শৃঙ্খলা এনেই ছাড়ব।’
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনি ইশতেহারে জনস্বার্থে কাজ করার অঙ্গীকারের কথা বলা আছে। আমরা সেই অনুযায়ী কাজ করবো। ঢাকা শহরকে আধুনিক করা হবে। এর জন্য ফুটপাতকে পথচারীদের জন্য উন্মুক্ত করতে হবে, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। সেই নির্দেশ অনুযায়ী এসব কাজ শিগগিরই শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ ভালোবাসি এবং চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজ করবো। গতবার করতে পারিনি বলে এবার যে পারব না তা নয়। আর প্রথম রাতেই বিড়াল মারতে হয়। পরে নির্বাচনসহ রাজনৈতিক নানা ইস্যু সামনে এসে যায়।’
আগামী জুনের আগেই ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চার লেন সড়কের কাজ শুরু হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘গাজীপুর থেকে এয়ারপোর্ট ও চন্দ্রা থেকে কোনাবাড়ী ফ্লাইওভারের কাজ শেষ পর্যায়ে। গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়কের কাজও শিগগিরই শেষ হবে। এ ছাড়া, রংপুর থেকে বুড়িমারী-পঞ্চগড় পর্যন্ত চার লেন সড়কের কাজও শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-নেপাল সড়কপথ চালুর কথা থাকলেও বিষয়টি এখন কিছুটা ঝুলে আছে। কারণ ভুটানের সংসদে এখনও এ পরিকল্পনা পাস হয়নি। তবে আমরা আশা করছি, শিগগিরই সেটা হয়ে যাবে। আর ভুটানে অনুমোদন হয়ে গেলেই ঢাকা থেকে নেপাল সরাসরি যুক্ত হবে সড়কপথে।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে কাদের বলেন, ‘বিআরটিসি-র সঙ্গে তো অনেক সংস্থা জড়িত। মন্ত্রী ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। ফলে অনেক কাজ এখনও হয়নি। তবে বিআরটিসিকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো।’
আগামী বাজেটের আগেই প্রধানমন্ত্রী মেঘনা-গোমতী সেতুটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
কেপি