শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


সংসদে এবার ১৯ শতাংশ আন্ডার গ্র্যাজুয়েট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুশাসনের জন্য নাগরিক (সুজন) জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে ৫৬ এমপি আন্ডার গ্র্যাজুয়েট।  শতকরা হিসাবে যা ১৯ শতাংশ। এসএসসি পাস করেননি এমন এমপির সংখ্যা ১২ জন।

নির্বাচনের আগে দেয়া প্রার্থীদের হলফনামা যাচাই করে কেমন এমপি পেলাম, এ সংক্রান্ত একটি রিপোর্টের তৈরির জন্য এ তথ্য পায় সুজন।

সুজনের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ১২ এমপির শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। এদের মধ্যে মহাজোটের ১১ জন এবং একজন জাতীয় ঐক্যফ্রন্টের।

এ ছাড়া শুধু এসএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৮। এইচএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৩৬ জন। অর্থাৎ ৫৬ জন এমপি আন্ডার গ্র্যাজুয়েট।  শতকরা হিসাবে যা ১৯ শতাংশ।

সুজন আরও জানায়, এবার এমপিদের মধ্যে পেশা হিসেবে এগিয়ে রয়েছেন ব্যবসায়ীরা। ২৯৮ জনের মধ্যে ১৮২ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে যা ৬১ দশমিক ০৭ শতাংশ।

একেবারে পিছিয়ে নেই কৃষকও। এবারের সংসদে কৃষক রয়েছেন ১৩ জন। আইনজীবীর সংখ্যা ৩৮ ও চাকরিজীবী ১৪ জন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ