শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজল কমার্সিয়াল ব‌্যাংক করপোরেশনের (আরসিবিসি) সাবেক কর্মকর্তা মায়া সান্তোষ দেগুইতোকে দোষী সাব্যস্ত করে সাজার রায় দিয়েছে দেশটির একটি আদালত।

তার বিরুদ্ধে অর্থ পাচারের আটটি অভিযোগ আনা হয়েছে।

তিন বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ডলারের বেশি অর্থ চুরি হয়। ওই ঘটনায় এই প্রথম কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো।

মায়া সান্তোস দেগুইতো ম্যানিলা ভিত্তিক রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনে শাখা প্রধান হিসেবে কাজ করতেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের আঞ্চলিক আদালত বৃহস্পতিবার এই রায়ে মুদ্রাপাচারের আট দফা অভিযোগে দেগিতোকে দোষী সাব্যস্ত করে প্রতিটি ধারায় ৪-৭ বছরের কারাদণ্ড দিয়েছে। সেই সঙ্গে ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়েছে তাকে।

২৬ পৃষ্ঠার রায়ে আদালত বলেছে, এই ঘটনায় মায়া সান্তোসের কিছুই করার ছিল না- তার এমন দাবি পুরোপরি মিথ্যা। আদালত বলেছে, মুদ্রাপাচারের ক্ষেত্রে তিনি সমন্বয়, সহযোগিতা এবং বাস্তবায়নে সাহায্য করেছেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অজ্ঞাত অপরাধীরা অর্থ হাতিয়ে নেয়। পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থ ম্যানিলার আরসিবিসি ব্যাংকের একটি ব্র্যাঞ্চের একাউন্টে পাঠানো হয়।

সে সময় ওই ব্যাংকের ব্যাবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন মাইয়া দেগুইতো। এরপরেই ওই অর্থ ফিলিপাইনের জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দিচ্ছে এফবিআই।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ