আওয়ার ইসলাম: তামাশার নির্বাচন আখ্যা দিয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালো বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক তার মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন তামাশার নির্বাচন। এ নির্বাচনে ভোট ডাকাতিসহ নানা অনিয়ম হয়েছে। তাই স্থগিত হওয়া এই আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
পরে সংবাদ সম্মেলন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের কাছে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক তার প্রার্থিতা প্রত্যাহারের পত্র জমা দেন।
উল্লেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা গেলে ২০ ডিসেম্বর ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ওই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৭ জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরআর