শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট গ্রহণের পর বিজয়ের মুকুট উঠল বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূইয়ার মাথায়।

ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।

গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ভোটে এ আসনের মোট ১৩২ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে অনিয়ম ও গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। বাকি ১২৯ কেন্দ্রের ফলাফলে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন আবদুস সাত্তার ভূইয়া।

ধানের শীষ প্রতীকে তিনি পান ৮২ হাজার ৭২৩ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন পান ৭২ হাজার ৫৬৪ ভোট। তাই স্থগিত তিন কেন্দ্রের ভোট নিয়ে সবারই আগ্রহ বেড়ে যায়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট সাতটি আসন পেয়েছে। তবে অনিয়ম কারচুপির অভিযোগ এনে শপথ নেননি ঐক্যফ্রন্টের বিজয়ীরা প্রার্থীরা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ