শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

বুধবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেন প্রধানমন্ত্রী। সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন তিনি।

সকাল সাড়ে ৬টায় জাতীয় সংসদ ভবন থেকে বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন মন্ত্রিসভার সদস্যরা।

জানা যায়, মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকসদল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

গোপালগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে টুঙ্গিপাড়ায় বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য ততৎপর রয়েছে বাহিনী।

উল্লেখ্য, গত সোমবার ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। পরদিন তারা ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ