শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদে বিরোধীদল হিসেবেই থাকবে জাতীয় পার্টি। সে হিসেবে আজ সংসদের চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি।

পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনীত করা হলো।

গত সংসদে সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে দেখা গেলেও এবার হুসেইন মুহাম্মদ এরশাদই হচ্ছেন বিরোধীদলীয় নেতা। এ নিয়ে দলের নেতাদের মধ্যে চলছে গুঞ্জন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ