শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


জাপানে যুক্তরাষ্ট্রের ক্ষেপাণাস্ত্র মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো জাপানের ওকিনাওয়া দ্বীপের আশপাশে ক্ষেপণাস্ত্রের মহড়া চালানোর পরিকল্পনা করছে মার্কিন বাহিনী। মনে করা হচ্ছে এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ-শক্তির মোকাবেলায় ওয়াশিংটন এ পদক্ষেপ নিতে যাচ্ছে।

বৃহস্পতিবার সানকেই শিমবুন দৈনিক পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে কৌশলগত দ্বীপে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে বলে জাপানকে অবহিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

পত্রিকার ওই প্রতিবেদনে আরো বলা হয়, চীনের পক্ষ থেকে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় মার্কিন বাহিনী মহড়ায় রকেট লাঞ্চার মোতায়েন করবে।

এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে চীন কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে। মার্কিন সামরিক উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিচ্ছে বলেও বেইজিং অভিযোগ করে আসছে।

উল্লেখ্য, এ দ্বীপেই মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য। এ অঞ্চলে চীনের সামরিক উপস্থিতিকে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করে আসছে জাপানও।

ইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ