আয় ফিরে আয় ছোটটো বেলার স্বপ্নরঙিন দিন
তোর বিরহ আমার বুকে বাজায় দুখের বীণ
আজ বয়সের সিঁড়ি ভেঙে এলাম অনেক দূর
বাজলো মনের বনের ভাঁজে অবাক করুণ সুর।
পাঠশালাতে গিয়ে আমি খাতার পাতা ছিড়ে
নাও বানিয়ে ভাসিয়ে দিতাম নদীর অলস তীরে
নাওটি আমার ভেসে যেতো ভাসতো আমার মন
এখন আমায় কাঁদায় আমার হারিয়ে যাওয়া ক্ষণ।
উড়োজাহাজ বানিয়ে দিতাম উড়িয়ে বাতাস জুড়ে
নীল আকাশের কাছাকাছি যেতো উড়ে উড়ে
মনের বনে উঠতো জেগে আকাশ ছোঁয়ার পণ
এখন আমায় কাঁদায় আমার হারিয়ে যাওযা ক্ষণ।
খেলার সাথি সবাই মিলে বানিয়ে মাটির ঘর
ভাত পাকাতাম মাটি দিয়ে লাকড়ী হতো খড়
চামুচ হতো কাঁঠাল পাতা ধূলো হতো ঝোল
অতীত আমার স্মৃতির পাতায় দেয় যে করুণ দোল।
কানামাছি খেলায় সবাই করতো কী হইচই
ছোটটো বেলার স্বপ্নরঙিন দিন লুকালো কই?
এসব ভেবে আমি এখন ভীষণ উদাস হই।
এইচএএম