তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে>
সম্প্রতি বিশ্বের ঐতিহ্য বাহী ইসলামী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দ থেকে কল রেকর্ড করার ব্যাপারে জারি করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ ফতোয়া৷
ফতোয়াতে বলা হয় অনুমতিবিহীন, পারস্পারিক কথা বার্তা বা কল রেকর্ড করা সম্পূর্ণরূপে নাজায়েজ৷ অনুমতি ব্যাতিরেকে কল রেকর্ডকে নাজায়েজ বলে, এহেন কাজ থেকে বিরত থাকতেও গুরাত্বারোপ করেছে দারুল উলুম দেওবন্দ৷
দারুল উলুম দেওবন্দ থেকে সদ্য প্রকাশিত হওয়া ১৪৮৩৭০ নং ফতোয়াতে বলা হয়, একে অপরের অনুমতি না নিয়ে পারস্পারিক কথোপকথন রেকর্ড নাজায়েজ৷ তাই উক্ত কাজ থেকে বিরত থাকা চাই সবার৷ ফতোয়াটি প্রকাশের পরপরই এটি ছড়িয়ে পড়ে ভারতীয় গণমাধ্যমে৷ ইতিমধ্যে বেশ আলোচিতও হয়ে পড়েছে ফতোয়াটি৷
কল রেকর্ডকে নাজায়েজ বলে দেওবন্দ থেকে জারি করা উক্ত ফতোয়াতে বলা হয়, ইসলামী শিষ্টাচার অনুযায়ি দুই ব্যক্তির পারস্পারিক কথা-বার্তা উভয়ের মাঝে আমানত৷ তাই এই কথোপকথন অনুমতি ব্যাতিরেকে রেকর্ড করা এবং রেকর্ড করে অন্য কোনো খাতে ব্যবহার করা আমানতের খেয়ানত৷ আর আমানাতের খেয়ানত করা যেহেতু নাজায়েজ তাই বিনা অনুমতিতে কল রেকর্ডও নাজায়েজ৷ সূত্র: দেওবন্দের ওয়েবসাইট, আসরে হাজির
-এটি