রোকন হারুন: বর্তমান সময়ের আবহাওয়া ঘনঘন পরিবর্তন হচ্ছে। রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সামাজীক জীবন ও পারিবারিক জীবনে দিনবদলের রেশ আমরা দেখতে পাই।
নিত্য নতুন পরিবর্তন ও জীবনকে সহজ থেকে সহজতার দিকে ধাবমানে আমরা অনেকটাই ক্লান্ত। একজন মুসলমানের যে কোনো কাজ ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধ হওয়া অত্যাবশ্যক।
শরিয়ত তার অনুসারী প্রতেকের; (নারী-পুরুষ, ছোট-বড়, ক্লিবলিঙ্গ) জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজের দিক নির্দেশনা করে।
মহিলাদের জন্য বাই-সাইকেল ও মটর সাইকেল চালানোর সম্পর্কে শরীতের বিধান। প্রথমত, বাই-সাইকেল বা মটর সাইকেল চালানো নারীর স্বভাবসূলভ কাজ নয়। বরং তা তার স্বভাব বিরোধপূর্ণ।
সে জন্য নারীরা বাই-সাইকেল বা মটর সাইকেল চালালে তা কোনোমতেই ঠিক হবে না।কেননা, তাতে পর্দাহীনতা ও ফেতনার আশঙ্কা রয়েছে। তবে হা একান্ত প্রয়োজন হলে অনুমতি আছে।
সূত্র: ফাতওয়ায়ে আল মা’রাতুল মুসলিম-৪৮৯, আল ফাতওয়াশ্ শরইয়্যাহ-২/১৯১
-এটি