আওয়ার ইসলাম: জার্মানিতে এক বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বার্লিনে তার আবাসস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
তমালিকা সিংহ নামের এ ব্লগার স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন এবং অর্পিতা রায় চৌধুরী নামে লেখালেখি করতেন।
বার্লিনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাসার গোসলখানা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
লেখকদের সংগঠন ‘পেন জার্মানি’ও তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ এখনো কেউ নিশ্চিত হতে পারেনি।
জার্মানিতে থাকা আরেক ব্লগার জোবায়ের জানান, তমালিকা সিংহ আর আমি কাছাকাছি ভবনে থাকি। সিংহর সঙ্গে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। সবশেষ ১২ ডিসেম্বর আমাদের কথা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে জার্মানিতে নির্বাসিত লেখক হুমায়ুন আজাদকেও ২০০৪ সালের ১২ আগস্ট মিউনিখে নিজের আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ।
আরআর