আব্দুল্লাহ আফফান: দোয়া হচ্ছে ইবাদতের মূল। আল্লাহর কাছে প্রার্থনা করা ইবাদতের মূল চেতনা। নবী পাক সা: এরশাদ করেছেন দোয়াই হচ্ছে ইবাদত। কারণ দোয়ার মাধ্যমে বান্দাহ প্রতিপালকের কাছে নিজের দুনিয়াবী সকল সমস্যা এবং নিজের গুনাহের তাওবা করতে পারে। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির কামনা করতে পারে।
মুনাজাতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে আল্লাহর মহত্ত্ব ও প্রভুত্বের স্বীকৃতি দান করে, তার পাশাপাশি নিজের দাসত্বের অঙ্গীকার এবং নিজের অক্ষমতা ও দুর্বলতা প্রকাশের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করে।
হযরত নোমান ইবনে বাশির রা: এর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সা: বলেন, দোয়াই ইবাদত।
আল্লাহ তায়ালা বলেন, তোমরা আমাকে ডাক। আমি তোমাদের ডাকে সাড়া দেবো। (সূরা মুমিন: ৬০)। অন্যত্র রাসূল সা. বলেছেন, দোয়া মুমিনের হাতিয়ার।
দোয়া, দুরুদ নিয়ে অনেক বই রয়েছে। প্রতিটি বইয়ের আলাদা আলাদা বৈশিষ্ট রয়েছে। তার মধ্যে ৫টি বই হলো।
১. জরুরী আমল ও দোয়া । বইটি সংকলন করেছেন মাওলানা আনোয়ার হোসাইন। আনোয়ার লাইব্রেরী বইটি প্রকাশ করেছে।
২. সহজ দোয়া সহজ আমল। বইটি সংকলন করেছেন মাওলানা ইকবাল হুসাইন রায়পুরী। এর প্রকাশক শাকের হোসাইন শিবলি।
৩. কুরআন ও হাদীসে বর্ণিত মাসনুন দোয়া। বইটি সংকলন করেছেন মুফতি কবির আহমাদ আশরাফী। আকিক পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে।
৪. কোরআনের দোয়া। বইটি সংকলন করেছেন সৈয়দ এনায়েত উল্লাহ। অনিন্দ্য প্রকাশ বইটি প্রকাশ করেছে।
৫.নবিজির দোয়া মোনাজাত জিকির ও ওজিফা সর্ববৃহৎ দোয়ার ভাণ্ডার। বইটি সংকলন করেছেন মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী রহ.। আনোয়ার লাইব্রেরী বইটি প্রকাশ করেছে।