অাওয়ার ইসলাম: ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে তার প্রচারণা।
এরপর তিনি সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহ পরাণ রহ. মাজার জিয়ারত শেষে সেখানে জনসভা করবেন। সেখান থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বেশ কয়েকটি উত্তরাঞ্চলীয় জেলায় নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে শেখ হাসিনার বাসভবনে ডেকে নিয়ে সফরসূচি চূড়ান্ত করার নির্দেশ দেন।
এ সময় বাসভবনে আগে থেকেই উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চিফ হুইপ আ স ম ফিরোজ, আ খ ম জাহাঙ্গীর আরো অনকে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, দলের মনোনয়ন পায়নি এমন নেতাদের সঙ্গেও গতকাল বৈঠক করে তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন।
উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা এখন থেকে নিয়মিত ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে বসবে। সারা দেশে দলীয় প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবে। কোথায় কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করবে।
মাশরাফির বিরুদ্ধে লড়বেন মুফতি শহিদুল ইসলাম
আরআর