আওয়ার ইসলাম: বাজারে ৫০ পাউন্ডের নতুন নোট আনতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০২০ সালে বাজারে আসতে যাওয়া এ নোটে থাকতে পারে বাংলাদেশের বিজ্ঞানি স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি।
ডেইলি সান-এর খবর বলছে, ব্যাংক অব ইংল্যান্ড ৫০ পাউন্ডের নতুন নোট আনার সিদ্ধান্ত নিয়েছে, যাতে থাকবে কোনো একজন বিজ্ঞানীর ছবি। এ জন্য তারা ১০০ জন বিজ্ঞানীর নামের একটা তালিকাও তৈরি করেছে। আর এ তালিকায় রয়েছে বাংলাদেশের বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নামও।
ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ১০০ জন বিজ্ঞানীর তালিকায় স্যার জগদীশ চন্দ্র বসু ছাড়াও ভারতীয় উপমহাদেশের আরও একজন বিজ্ঞানীর নাম আছে। আর তিনি হলেন শ্রী নিবাস রামানুজন।
এ ছাড়া, এ তালিকায় রয়েছেন রোনাল্ড রস, স্টিফেন হকিংসয়ের মতো খ্যাতনামা বিজ্ঞানীদের নাম।
দ্য সান বলছে, নতুন নোটে কোন বিজ্ঞানীর ছবি ছাপা উচিত, এ মতামত দিতে ব্যাংক অব ইংল্যান্ডে একলাখ ৭৪ হাজার মনোনয়ন জমা পড়েছে। আপাতত নাম নির্বাচনের প্রাথমিক পর্ব শেষ হয়েছে। যাদের নাম উঠেছে, সমাজে তাদের অবদান কী সেটা খতিয়ে দেখা হচ্ছে।
স্যার জগদীশ চন্দ্র বসু পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যাসহ বিজ্ঞানের নানা শাখায় কাজ করেছিলেন। এ উপমহাদেশে তিনিই পরীক্ষামূলক বিজ্ঞানচর্চা (এক্সপেরিমেন্টাল সায়েন্স) শুরু করেছিলেন।
তিনি প্রথম বাংলা ভাষায় বিজ্ঞানের বই লিখেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর তিনি পাড়ি দেন ইংল্যান্ডে। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
সূত্রের খবরে উল্লেখ, আপাতত পাউন্ডে কাকে দেখা যাবে, এই লড়াইয়ে অন্যদের থেকে এগিয়ে রয়েছেন জগদীশ চন্দ্র বসু ও স্টিফেন হকিংস।
নোটে মার্গারেট থ্যাচারের ছবি রাখার ব্যাপারেও অনেকে মত দিচ্ছেন। রাজনীতি জীবনে প্রবেশের আগে তার বিজ্ঞানচর্চাকে মাথায় রেখেই এই মত।
এ ছাড়া তালিকায় নাম রয়েছে পেনিসিলিনের আবিষ্কারক আলেক্সজান্ডার ফ্লেমিং, ফোনের আবিষ্কারক আলেক্সজান্ডার গ্রাহাম বেল।
মনোনয়নের শেষ তারিখ ১৪ ডিসেম্বের। এরপর ব্যাংক ক্যারেক্টর অ্যাডভাইসারি কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, জগদীশ চন্দ্র বসুর জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে। তিনি একজন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা।
তার গবেষণা উদ্ভিদবিজ্ঞানকে সমৃদ্ধ করে তোলে এবং ভারতীয় উপমহাদেশে তিনি ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা করেন। এই বিজ্ঞানী ১৯৩৭ সালের ২৩ নভেম্বর মারা যান।
যে বিজ্ঞানী চিকিৎসার জন্য নোবেল বিক্রি করেছেন
এএম