আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩ ডিসেম্বর থেকে সশস্ত্র (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা মাঠে নামবে। ভোটগ্রহণের আগে সাত দিন ও পরে দুই দিন তারা মাঠে থাকবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দবিষয়ক এক সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, জাতীয় নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১ দিন, পুলিশ ও র্যাব ৭ দিন, কোস্টগার্ড ৭ দিন ও আনসার সদস্যরা ৬ দিন মাঠে থাকবে। এবার প্রথম বারের মতো গ্রাম পুলিশ (দফাদার ও চৌকিদার) ভোটকেন্দ্র পাহারা দেবে।
ইসির কর্মকর্তারা জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে নামার আগে এর কিছুসংখ্যক সদস্য মাঠ পর্যায়ে রেকি করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।
সূত্রমতে, এবারও ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনেও তাদের একইভাবে মোতায়েন করেছিল ইসি।
যদিও ২০০৮ সালে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সেনা মোতায়েন করা হয়েছিল।
এএম