শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

শুকরানা মাহফিলের পর্যালোচনা বিষয়ে হাইয়াতুল উলইয়ার বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

কওমি মাদরাসাসমূহের সম্মিলিত সংস্থা আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা মতিঝিলের নিজস্ব কার্যালয়ে।

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ বিশেষ বৈঠকে শুকরানা মাহফিলের অর্থনৈতিক হিসাব, মাহফিল পরবর্তি পর্যালোচনা, দাওরায়ে হাদিসের পরীক্ষার সঙ্গে মিশকাতের পরীক্ষা নেয়াসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে শুকরানা মাহফিলের পর্যালোচনা, অর্থনৈতিক হিসাব ইত্যাদি বিষয়ে আলোচনার পাশাপাশি অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বাতা বৃদ্ধি ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে।

তবে শুকরানা মাহফিলের হিসেব নিকাশ এবং মাহফিল পর্যালোচনা নির্ধারিত শুকরানা মাহফিল বাস্তবায়ন কমিটি পেশ করবে বলে জানা যায়।

হাইয়াতুল উলয়ার দফতর সম্পাদক মাওলানা অসিউর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি আওয়ার ইসলামকে বলেন বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব  দেয়া হয়েছে অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বাতা বৃদ্ধির বিষয়ে। এছাড়াও আনুষাজ্ঞিক বিষয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে আল হাইআতুল উলয়ার অধীনে  ২০১৯ সালের দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষার সঙ্গে মিশকা্ত জামাতের পরীক্ষা নেয়ার প্রস্তাব পেশ করা হলে সর্ব সম্মতিতে তা নাকচ করে দেওয়া হয়। তাকমিলে পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একসঙ্গে সারা দেশে অনুষ্ঠিত হবে।

আগামী বছর তাকমিলের পরীক্ষা শুরু হবে ৮ এপ্রিল।  হাইয়াতুল উলইয়া গঠনের পর ৩য় বারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংস্থাটির কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে হাইয়াতুল উলইয়ার বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল কুদ্দুস, গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমীন। তানজিম বোর্ডের চেয়ারম্যান মুফতি আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া,  মাওলানা নুরুল হুদা ফয়জী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ