আওয়ার ইসলাম: আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেবেন সারাদেশে নিয়োজিত ৩০০ রিটার্নিং কর্মকর্তা ও ৫৮১ সহকারি রিটার্নিং কর্মকর্তা।
গতকাল ঢাকার দুই রিটার্নিং কর্মকর্তার কাছেই জমা পড়েছে ৪১টি মনোনয়নয়ন পত্র। এর আগেও কয়েকদিন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। বাকিরা আজ শেষদিনেই জমা দেবেন।
রিটার্নিং কর্মকর্তাদের অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় থেকে বর্তমান কোনো মন্ত্রী সরকারী গাড়ি ওএমপিরা তার গাড়িতে ‘এমপি স্টিকার’ লাগাতে পারবেন না।
বিধি অনুযায়ী মিছিল, শোডাউন নিষিদ্ধ। কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি।
মঙ্গলবার ঢাকার আসনগুলোয়ও প্রার্থিতা সংক্রান্ত কাগজ জমা দিয়েছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. শিরীন শারমিন চৌধুরীও যার যার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ শেষ দিনও মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা করছে নির্বাচন কমিশন (ইসি)। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও আচরণবিধিমালার লঙ্ঘন যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি।
এসএস