অাওয়ার ইসলাম: ডিসম্বরের ৩০ তারিখের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ৪০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটিং মেশিন (ইভিএম) ছাড়াই নির্বাচনী বাজেট ধরা হয়েছে ৭৩২ কোটি টাকা। ফলে নির্বাচনী বাজেটের অর্ধেকই আইনশৃঙ্খলা খাতে খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
এ বরাদ্দ আগের নির্বাচনী বাজেটের আইনশৃঙ্খলা খাতে বরাদ্দের চেয়ে কয়েকগুণ বেশি। পঞ্চম জাতীয় সংসদে আইনশৃঙ্খলা খাতে বরাদ্দ ছিল ১৭ কোটি টাকা, ষষ্ঠ জাতীয় সংসদে ২৯ কোটি, সপ্তম সংসদে ১৮ কোটি, অষ্টম সংসদে ৪২ কোটি, নবম জাতীয় সংসদে ৯৮ কোটি ও দশম সংসদে ১৮৩ কোটি টাকা।
আগামী কাল বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট বরাদ্দের বিষয়ে বৈঠকে করে নির্বাচন কমিশন। বৈঠক সূত্রে জানা যায়, মূল নির্বাচনী বাজেট ৭০০ কোটি টাকা হলেও এখন পর্যন্ত তিন বাহিনীই চেয়েছে ৫১২ কোটি টাকা।
এর মধ্যে ইসির কাছে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ ও র্যাব ২২৪ কোটি, বিজিবি ৫৮ কোটি ও আনসার ২৩০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। তবে সশস্ত্র বাহিনী ও কোস্ট গার্ড এখন পর্যন্ত ইসির কাছে কোনো বরাদ্দ চায়নি।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাজেট-সংক্রান্ত আলোচনা করেছি। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বাজেট দাখিল করতে বলেছি। আমরা আনসার বাহিনীকে অগ্রিম শতভাগ টাকা বরাদ্দ দেব। অন্যান্য বাহিনীগুলোকে দেয়া হবে অগ্রিম ৫০ ভাগ।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর।