আওয়ার ইসলাম: আগামী সপ্তাহে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে অনুষ্ঠিত হবে জি২০ শীর্ষ সম্মেলন।
এতে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান সাক্ষাৎ করতে পারেন বলে জানিয়েছিল বেশ কিছু গণমাধ্যম।
সর্বশেষ তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এ হাবের’ জানিয়েছে, মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে এরদোগানের সাক্ষাৎ হচ্ছে না।
এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিনের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুসহ আরও কিছু গণমাধ্যম জানিয়েছিল, বিন সালমানের সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘হতে পারে’।
এর কয়েক ঘণ্টা পর একই কর্মকর্তার বরাতে ‘এ হাবের’ জানালো, এরদোগান জি২০ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ বা সৌদি কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন না।
আগামী ৩০ নভেম্বর থেকে শিল্পোন্নত ২০ জাতিগোষ্ঠীর দু’দিনব্যাপী ১৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে সালমান-এরদোয়ান বৈঠক হলে সাংবাদিক জামাল খাশোগি হত্যা নিয়ে সৌদি আরব ও তুরস্কের মধ্যে চলা উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার সুযোগ তৈরি হতো বলে ধারণা দেশ দুটির গণমাধ্যমগুলোর।