শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

‘জনগণ এ রাষ্ট্রের মালিক’ ধারণাকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের ইশতেহার চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেরহার তৈরি হচ্ছে। আগামী রোববার ইশতেহার চূড়ান্ত হবে বলে জানিয়ছেন ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির অন্যতম সদস্য ও নাগরিক ঐক্যের নেতা মুমিনুল ইসলাম।

‘জনগণ এ রাষ্ট্রের মালিক’- এ ধারণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এ ইশতেহার। বাংলাদেশকে একটি রেইনবো ন্যাশন বা রংধনু জাতিতে পরিণত করার প্রত্যয়ে সব মত ও পথ নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষনাও থাকবে ইশতেহারে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০-এর আলোকেই তৈরি হচ্ছে এ ইশতেহার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রণীত ইশতেহারে সরকার, সংসদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, কৃষি, পররাষ্ট্রনীতিসহ সরকারের প্রতিটি সেক্টরকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।

সুশাসন, স্বচ্ছতা ও স্ব অবস্থান- এ তিন অঙ্গীকারের মধ্যে দিয়ে নবধারার রাজনীতি ও সরকার গঠনের প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে। থাকছে নতুন নতুন চমক ও অঙ্গীকার।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, ইশতেহার প্রণয়ন কমিটিতে রাজনীতিবিদ ছাড়াও রয়েছেন শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষিসহ গুরুত্বপূর্ণ খাতের বিশেষজ্ঞ। ইতোমধ্যে ‘দেশের মালিক জনগণ, ধানের শীষে ভোট দিন’; ‘দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে, আনবে পারিবর্তন জাতীয় ঐক্যফ্রন্ট’ তিনটি স্লোগানের খসড়া তৈরি হয়েছে।

এছাড়া শান্তি ও কল্যাণকর সংসদীয় গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র তৈরির জন্য জাতির উদ্দেশে ৫ প্রতিশ্রুতি ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের প্রাথমিক খসড়ায় রয়েছে। যা ইশতেহার প্রণয়ন কমিটিতে যুক্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রস্তাব করেছেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের ইশতেহার প্রস্তুত হচ্ছে। বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ কে গুরুত্ব দিয়ে এই ইশতেহার তৈরি হচ্ছে।

ঐক্যফ্রন্টের নেতাদের নিয়ে গঠিত এ ইশতেহারে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত উন্নয়ন, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, তরুণদের গুরুত্ব, বেকারত্ব হ্রাস, সম্পদের সমবণ্টন ইত্যাদি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ।

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ