আওয়ার ইসলাম: এবারের জাতীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ শুক্রবার সকালে রাজধানীতে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের প্রশিক্ষকদের নিয়ে এক কর্মশালার উদ্বোধন শেষে সিইসি এ কথা বলেন।
এছাড়াও কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে, সে সিদ্ধান্তও দু-একদিনের মধ্যে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে ঢাকার বুড়িগঙ্গা নদীতে যশোরের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশকে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
এসে গত রোববার পল্টন থেকে নিখোঁজ হন যশোর বিএনপির সহসভাপতি আবু বকর আবু। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য তিনি ঢাকায় এসেছিলেন। বৃহস্পতিবার বুড়িগঙ্গা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশকে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন সিইসি। তিনি বলেন, আইনগত নির্দেশনা, সঠিকভাবে ইনভেস্টিগেট করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আমলে নিয়ে নেবে, এটিই নির্দেশ থাকবে পুলিশের ওপরে।
ওই কর্মশালায় বক্তব্য দেয়ার সময় সিইসি সাংবাদিকদের বলেন, ‘এবারের জাতীয় নির্বাচনে আইনি অনুমোদন পেতে ইভিএম ব্যবহার করা হবে, তবে কী পরিসরে তা ব্যবহার হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি।’
‘আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করতে হবে। আমাদের একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। হয় পূর্ণাঙ্গ অথবা কয়েকটা আসনের কিছুসংখ্যক কেন্দ্রে। এ দুটো জিনিস আগামী শনিবারে মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’
এর আগে নির্বাচন প্রশিক্ষকদের নিয়ে কর্মশালায়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান সিইসি।