তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে
পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন উপমহাদেশের শ্রেষ্ঠতম দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শায়খে সানী আল্লামা কমর উদ্দীন আহমাদ গৌরখপুরী।
আগামীকাল বুধবার তিনি বাংলাদেশে আসবেন। মাদারীপুর ও শরীয়তপুরসহ বেশ কয়েকটি জায়গায় দীনি সফর শেষে ফিরবেন ১৮ তারিখ।
জানা যায়, আগামীকাল ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় প্রোগ্রামের মাধ্যমে শুরু হবে তার কার্যক্রম। পর্যায়ক্রমে মাদারীপুর ও শরীয়তপুরসহ আরো কয়েকটি স্থানে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন প্রবীণ এ ভারতীয় আলেম৷
এবার হযরতকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন মাদরীপুর (চণ্ডিবর্দী)-এর পীর সাহেব মাওলানা আলী আহমাদ চৌধুরী৷ পীর সাহেবের বিশেষ আমন্ত্রণেই ৫ দিনের সফরে আগামীকাল বাংলাদেশে আসবেন তিনি৷
আল্লামা কমর উদ্দীন আহমাদ শাইখুল আরব ওয়াল আজম হজরত হুসাইন আহমদ মাদানি রহিমাহুল্লাহ-এর খাস শাগরেদ এবং শায়েখ ইবরাহিম বলইয়াভি রহিমাহুল্লাহ-এর বিশেষ খলিফা৷ দীর্ঘ দিন তিনি দারুল উলুম দেওবন্দে মুসলিম শরিফের দরস দান করেছেন। বর্তমানে তিনি হাদিসে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব বুখারি শরিফের দ্বিতীয় খণ্ডের পাঠদান করছেন৷
জানা গেছে, শায়খ দা. বা. আগামীকাল ভারতীয় সময় সকাল ১০ টা ৩০ মিনিটে ইন্ডিয়ার জেট এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নিউ দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন৷ দুপুর ১ টা ০৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন৷
হযরতকে দিল্লি ইন্ধিরা গান্ধি এয়ারপোর্ট থেকে বিমানে তুলে দিতে দিতে দেওবন্দ থেকে দিল্লি পর্যন্ত হযরতের সঙ্গে থাকবেন হযরতের খাছ শাগরেদ ফয়সাল উসমান৷
ঢাকায় হযরতকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন মাওলানা ইসমাঈল মাদানী ও মিরপুরের এক মাদরাসার মুহতামিম মাওলানা আলী আহমদসহ একটি বিশেষ কাফেলা৷
বাংলাদেশে সফরকালে হজরতের খেমতের তদারকিতে থাকবেন মাদারীপুর আহমাদাবাদ ইসলামিয়া কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা হাবীব আহমাদ চৌধুরী৷ এসময় তিনি ১৪ তারিখ যাত্রাবাড়ী মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ নসিহত করবেন৷ একই দিন শনিরআখড়া উলুমুল কুরআন মাদরাসার বাৎসরিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন৷
১৫ তারিখ মাদারীপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় হাদীসের দরস দান করবেন৷ ওইদিন মাদারীপুর আহমাদাবাদ ইসলামীয়া কওমীয়া মাদরাসার বাৎসরিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন৷ ১৬ তারিখ মাদারীপুর কালকিনি ওলামা সম্মালনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন৷
১৭ তারিখ ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফুযালা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন৷
একই দিন শরীয়তপুর নশাসন কওমীয়া ইসলামিয়া মাদরাসার ৫২তম মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন৷
১৮ তারিখ সকাল ১০ টার সময় একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে৷
জাতীয় স্বার্থে বাংলাদেশের আলেমদের ঐক্য জরুরি: আল্লামা কমরুদ্দিন আহমদ
এসএস