আওয়ার ইসলাম: মনোনয়ন বিক্রি শুরু হওয়ার পর প্রথম দিনে আওয়ামী লীগের ১৭০০টি ফরম বিক্রি হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
আওয়ামী লীগের ধানমন্ডিস্থ সভাপতির কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় প্রথম মনোনয়নপত্র বিক্রি সমাপ্তি ঘোষণার কয়েক মিনিট পর দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আবার তা বিক্রি শুরু হয়।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপকে ফোন করে মনোনয়ন বিক্রি করার নির্দেশনা দেন শেখ হাসিনা। ফলে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন বিক্রি, বিতরণ ও জমা চলে।
আগামী ১১ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ তারিখ জানিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্য আরো একটি ফরম সংগ্রহ করা হলেও সেটি কোন এলাকার দলের পক্ষ থেকে এখনো তা বলা হয়নি।
ডাকাতগুলো ফ্রিজে রাখা খাবার দেখে লোভ সামলাতে পারেনি
এসএস