আওয়ার ইসলাম: বাংলাদেশের সীমান্তে গুলিবর্ষণ করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্থ করায় উষ্কানি দেয়ার প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ভবিষ্যতে এ ধরনের উষ্কানিমূলক ঘটনা থেকে বিরত থেকে মিয়ানমারের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর সুনির্দিষ্ট দিনক্ষণ জানতে চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) দেলোয়ার হোসেন বুধবার দুপুরে রাষ্ট্রদূত লুইন উ-কে ডেকে পাঠান।
গত রোববার কক্সবাজারের বালুখালি সীমান্তে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন বাংলাদেশী ও একজন রোহিঙ্গা আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদুতের কাছে একটি নোট ভারবাল দেন।
জেডাব্লিউজির বৈঠকে প্রত্যাবাসন শুরুর নির্দিষ্ট দিনক্ষণ শিগগির জানানোর কথা থাকলেও মিয়ানমার এখনো তা বাংলাদেশকে অবহিত করেনি।
উল্টো বিনা উষ্কানিতে সীমান্তে গুলিবর্ষণ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। উদ্ভুত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা নিয়ে মিয়ানমারের সদিচ্ছার প্রশ্ন উঠেছে। তাই এসব বিষয় স্পষ্ট করার জন্যই তাদের কে তলব করা হয়েছে।
শেষ পর্যন্ত আন্দোলনের দিকেই যাচ্ছে ঐক্যফ্রন্ট