শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচন করবে জাপা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ দলে অংশ হয়েই জাতীয় পার্টি নির্বাচন করবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জোটগতভাবেই সরকার গঠন করা হবে। সংলাপে তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার রাতে গণভবনের সামনে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলে।

গণভবনে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির সংলাপ হয়। সংলাপে জাতীয় পার্টির ৩৩ সদস্যের নেতৃত্ব দেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচন আইন ও সংবিধান সম্মতভাবে হবে। ১৪ দলীয় জোটের মতোই জাতীয় পার্টি ও তাদের সম্মীলিত জাতীয় ঐক্যজোট একমত।

তবে সংলাপে আসন বণ্টনের বিষয়ে ১৪ দল ও জাতীয় পার্টির সঙ্গে কোনো আলোচনা হয়নি।

আসন বিন্যাস বিষয়ে ছোট একটি কমিটি করা হবে। তারপরে তালিকা করা হবে। এই তালিকা অনুসারে দেখা হবে, সম্ভাব্য প্রার্থীর পক্ষে জনসমর্থন আছে কিনা? যদি জনসমর্থন থাকে, তাহলে তাকে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হতে পারে বলে জানান তিনি।

গতকাল গণভবনে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই সংলাপ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপের শুরুতেই দেশের উন্নয়নে সহযোগিতা করায় জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংলাপে এরশাদের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের মধ্যে অংশ নেন রওশন এরশাদ, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মসিউর রহমান রাঙ্গা, মজিবুল হক চুন্নু, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, সালমা ইসলাম, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, এ টি ইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকা ও নুরুল ইসলাম ওমর।

জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্সের পক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ