আওয়ার ইসলাম: জাতীয় পার্টিকে (জাপা) সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সহযোগী’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতেও আওয়ামী লীগ ও জাপা এক সঙ্গে কাজ করে যাবে। সংলাপ
সোমবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে সম্মিলিত জাতীয় জোটের সংলাপে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও এইচ এম এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দ সংলাপে অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী ছিল জাতীয় পার্টি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও জাতীয় পার্টি পাশে থাকবে।
তিনি বলেন, ‘রাজনীতিবিদদের দায়িত্ব দেশের উন্নয়ন করা এবং জনগণের কল্যাণে কাজ করা। পরপর দুই মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মানুষের প্রতি সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।’
একাদশ সংসদ নির্বাচন নিয়ে এই সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন এরশাদ।
ফিলিপিন্সে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প